লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৫ ডাকাতি মামলার আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মাতাব্বরহাট নদী এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-সুলতান আহাম্মদ (৪২) ও মো: সাইফুল ইসলাম (২০)।
সুলতান চর কালকিনি ইউনিয়নের মাহফুজ মাঝির ছেলে ও সাইফুল ইসলাম সদর থানার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের জাকির মোল্লার ছেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৭-৮ জন ডাকাত সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
থানা সূত্রে জানা যায়, ‘বুধবার সন্ধ্যায় উপজেলার চর ফলকন এলাকার মাতাব্বরহাট বাজার সংলগ্ন বেড়িবাঁধে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ডাকাত দলের ৯-১০ জন সদস্য নদীতে মাছ ধরার নৌকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
এর মধ্যে সুলতান আহাম্মদ বিরুদ্ধে বরিশালের মেহেন্দীগঞ্জ, লক্ষ্মীপুর সদর ও কমলনগর থানায় অন্তত ৫টি ডাকাতির মামলা রয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, ‘গত কয়েকদিন ধরে নদীতে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।



