পাইকগাছায় বেদখল হওয়া জমি ২০ বছরেও উদ্ধার হয়নি
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম
খুলনার পাইকগাছায় পেশিশক্তির বলে জোরপুর্বক রঘুনাথ বিশ্বাসের পৈত্রিক ৩৩ বিঘা জমি ঘের করার নামে দখল করে নিয়েছে প্রতিপক্ষরা।
জানা যায়, ‘উপজেলার লতা ইউনিয়নের পুটিমারি গ্রামের বাসিন্দা রঘুনাথ বিশ্বাস। একই গোত্রের আদিত্য বিশ্বাস,সজ্ঞয় বিশৃবাস,প্রদীপ বিশ্বাস,পঙ্কজ বিশ্বাস,কার্তিক চন্দ্র বিশ্বাস। উপজেলার পুটিমারী মৌজায় এসএ ২১ খতিয়নে রঘুনাথ বিশ্বাসের ১১ একর সম্পত্তি। লীজ ঘের করার জন্য ২০০৫ সালে কপিলমুনির শেখ শামছুল আলম পিনৃটুকে রেজিষ্ট্রেশন ডিড করে দেন। ডিড মালিক ঘের না করে পুটিমারী গ্রামের কাত্তিক চন্দ্র গোলদারের কাছে ৫ বছরের জন্য ডিড বিক্রি করে দেন। কার্ত্তিক স্থানীয় আদিত্য বিশ্বাসকে নিয়ে যৌথভাবে ঘের করছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, ‘এরপর থেকে আদিত্য তারা পেশী শক্তির বলে উক্ত জমিতে ২০ বছর ধরে চিংড়ী ঘের করছে। দিবে বলে জমিও দিচ্ছেনা এবং হারির টাকাও দিবে না বলে অভিযোগ করেন রঘুনাথ।’
প্রতিপক্ষ আদিত্য বিশ্বাস জানান, তাদের কোন জমি তার ঘেরে নেই। রঘুনাথ মাত্র ০.৬৫ একর জমির মালিক। যা অন্য জায়জায়। তিনি অহেতুক আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে।



