নরসিংদীতে মার্কেন্টাইল ব্যাংকের তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি :
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম
নরসিংদীতে মার্কেন্টাইল ব্যাংকের তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অডিটোরিয়ামে মার্কেন্টাইল ব্যাংকের ভেলানগর শাখার উদ্যোগে তরুণদের আর্থিক সাক্ষরতা প্রদান উপলক্ষে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তারা ব্যাংকিং প্রোডাক্টস, ডিজিটাল আর্থিক সেবা, সাইবার নিরাপত্তা ও জাল নোট চেনা, ঋণ ও বিনিয়োগ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। আয়োজকরা জানান, তরুণ প্রজন্ম আর্থিকভাবে যত বেশি সচেতন হবে, দেশের অর্থনীতি ততই শক্তিশালী হবে।
মার্কেন্টাইল ব্যাংকের ভেলানগর শাখার ম্যানেজার মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, মো:ফারুক, মোস্তাফিজুর রহমানসহ প্রমুখ।



