Logo
Logo
×

সারাদেশ

আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটে ৪৮ ঘণ্টার হরতাল

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ পিএম

আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটে ৪৮ ঘণ্টার হরতাল

বাগেরহাটে চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার সিদ্ধান্তের প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটি টানা ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ হরতালে জেলার সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

দূরপাল্লার ১৬টি অভ্যন্তরীণ রুটসহ জেলার ভেতরেও যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। ইজিবাইক, রিকশা ও ভ্যানে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দশানী মোড়, খান জাহান আলী মাজার মোড়, মুনিগঞ্জ সেতু ও দরটানা টোলপ্লাজায় সকাল থেকে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে, কিন্তু কোনো বাস পাওয়া যায়নি।

দোকানপাটও অধিকাংশ বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। যাত্রী রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ইজিবাইকের সাধারণ ভাড়া ২০ টাকা হলেও আজ দিতে হলো ৫০ টাকা। প্রতিদিন যদি এভাবে ভাড়া দিতে হয়, চলা কঠিন হয়ে যাবে।

হকার শেখ হৃদয় আহমেদ বলেন, হরতালে সকাল থেকে রাস্তায় বসতে পারছি না। দোকানপাট বন্ধ, মানুষের চলাচলও কমে গেছে। এতে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিবার চালানোই কঠিন হয়ে পড়ছে।

রিকশাচালক মো. কুদ্দুস জানান, আজ রাস্তায় ভাড়া বেশি দিতে হচ্ছে। আমাদেরও ঝুঁকি আছে, কিন্তু মানুষ নামলে না গেলে তারা কিভাবে যাবে?

এদিকে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা নির্বাচন অফিস, জজ আদালত ও কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে পুরো শহরে।

জেলার সাধারণ মানুষ বলছেন, হরতাল তাদের জীবনে নতুন ভোগান্তি যোগ করেছে। তাদের প্রশ্ন—কবে এমন পরিস্থিতি থেকে মুক্তি মিলবে?

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন