Logo
Logo
×

সারাদেশ

পাইকগাছায় আল্টিমেটামে প্রধান সড়কে সংস্কার কাজ শুরু

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম

পাইকগাছায় আল্টিমেটামে প্রধান সড়কে সংস্কার কাজ শুরু

ছবি-যুগের চিন্তা

খুলনার পাইকগাছায় নাগরিক ফোরামের মানববন্ধনে দেয়া ১ মাসের আল্টিমেটামের দুদিনের মধ্যে প্রধান সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। 

এদিকে এ  সড়কের বাঁকসরলী করণসহ সংস্কার কাজে বরাদ্দ শত কোটি টাকা আত্মসাতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে কয়রা-আঠার মাইলের প্রধান সড়কের মারাত্মক ক্ষতিগ্রস্ত পাইকগাছার গোলাবাড়ীস্থ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন, মাওঃ নজরুল ইসলাম। 

প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এসএম রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, মোঃ হুমায়ন কবির, আক্তারুল ইসলাম, হাবিবুর রহমান, জিয়ারুল ইসলাম, শহিদুল ইসলাম, সিজাজুল ইসলাম, ফারুক হোসেন, কামরুল ইসলাম ও সাইফুল ইসলাম। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খুলনার কয়রা-পাইকগাছা প্রধান সড়কের ৩৪ বাঁক সরলীকরণ ও সংস্কারের জন্য ২০২০ সালে ৪'শ কোটি টাকা বরাদ্দ হয়। কিন্তু আজও পর্যন্ত একটা বাঁকও সরলী করণ হয়নি। সামান্য কিছু কাজ হয়। কিন্তু সে সড়কের অবস্থা খুবই খারাপ হওয়ায় তা সংস্কারের দাবীতে গত শনিবার পাইকগাছা জিরোপয়েন্টে মানববন্ধন হয়। 

মানববন্ধনে সড়ক সংস্কারের জন্য এক মাসের আল্টিমেটাম দেয়া হয়। সে আলোকে দুদিনের মধ্যে কর্তৃপক্ষ মঙ্গলবার সংস্কারের কাজ শুরু করেছে। এদিকে একাজে জড়িত ঠিকাদারী প্রতিষ্ঠান মোজহার এন্টারপ্রাইজ, কয়রা-পাইকগাছার সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই সাবেক সংসদ সদস্য এ সড়কের জন্য বরাদ্দকৃত শত কোটি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করা হয় ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন