Logo
Logo
×

সারাদেশ

নেশার আড্ডা বসানোর প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম

নেশার আড্ডা বসানোর প্রতিবাদ করায় যুবককে  ছুরিকাঘাতে জখম

ছবি-যুগের চিন্তা

বাড়ির পাশে নেশার আড্ডা বসানোর  প্রতিবাদ করায় এক  কিশোরকে  পেটে ছুরি মেরে হত্যার চেষ্টা করেছে  নেশাগ্রস্ত  বখাটেরা । স্পর্শকাতর ঘটনাটি ঘটেছে উলিপুর  উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের আঠারো পাইকা গ্রামে। আহত কিশোর বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। 

জেলার উলিপুর উপজেলার  বুড়া-বুড়ি ইউনিয়নের সাত ভিটা গ্রামের আমির হোসেন, হৃদয়, মোস্তফা, বাইজিদ, মিলন সহ একদল নেশাখোর বখাটে  পাশ্ববর্তী আঠারো পাইকা গ্রামের আনিসুর রহমানের  বাড়ির পাশে নিয়মিত গাজা সেবন করতো। 

সোমবার সন্ধার পর  কিশোর রিপন  নেশার আড্ডা তুলে নেয়ার জন্য চিৎকার করে এলাকাবাসীকে জড়ো করেন। এতে ক্ষিপ্ত হয়ে নেশাগ্রস্ত বখাটের দল প্রতিবাদী কিশোর রিপনকে এলোপাতাড়ি মার ধর করে হত্যার উদ্দেশ্য পেটে চুরি মারে। 

এসময় ওই গ্রামের  সোহেল মিয়া ও রাশেদ আলী রিপনকে উদ্ধার করতে আসলে ওই দুজনকে বেধড়ক মারধর করে নেশাখোর বখাটেরা।। গ্রামবাসী গুরুতর আহত  কিশোর রিপন কে উদ্ধার করে কুড়িগ্রাম হাসপাতালে পাঠিয়ে দেয়। 

এব্যাপারে উলিপুর থানার তদন্ত কর্মকর্তা নাজমুস শাকিব জানান, এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই নেশাখোর বখাটেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন