Logo
Logo
×

সারাদেশ

অটো থামিয়ে লুটের চেষ্টা, গণপিটুনিতে ডাকাত নিহত

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০ পিএম

অটো থামিয়ে লুটের চেষ্টা, গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়কে অটো থামিয়ে ডাকাতি করার সময় আয়নাল হক (৪০) নামে এক ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার প্রভাকরদী কবরস্থান সড়কে এ ঘটনা ঘটেছে।

নিহত আয়নাল হক প্রভাকরদী এলাকার মহিউদ্দিন মহির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে প্রভাকরদী গোরস্তান সড়কে একদল ডাকাত সড়কে অটো, সিএনজি থামিয়ে ডাকাতি করতে থাকে। ওই সময় লোকজন ডাক চিৎকার দিলে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া দেয়। ধাওয়া দিয়ে এক ডাকাতকে ধরে গণপিটুনি দিলে ডাকাত জনতার হাত থেকে ছুটে সড়ক দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় দ্রুত গতির ট্রাক ডাকাতকে চাপা দিয়ে চলে যায় বলে স্থানীয় লোকজন জানান। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে গিয়ে ঘটনাস্থলেই ডাকাতের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন নিহত ডাকাতকে আয়নাল হক ডাকাত বলে শনাক্ত করে।

স্থানীয়রা জানান, প্রভাকরদী সড়কে প্রায়দিনই ডাকাতি ও অটো ছিনতাই সংগঠিত হয়ে আসছিল। ডাকাতদের প্রতি দীর্ঘদিনের ক্ষোভের কারণে এলাকার শত শত জনতা ঘটনাস্থল ঘেরাও করে ডাকাতকে ধরে ফেলে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, নিহত ডাকাত আয়নাল হকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

   

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন