Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ২৩ কিলোমিটার যানজট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম

ফরিদপুরে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ২৩ কিলোমিটার যানজট

ছবি : সংগৃহীত

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আবারও ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে অন্তত ২৩ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ফলে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে পড়ে।

অবরোধকারীরা হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, মাধবপুর বাসস্ট্যান্ড এবং আলগী ইউনিয়নের সুয়াদী ও মুনসুরাবাদ এলাকায় অবস্থান নিয়ে টায়ারে আগুন, বাঁশ-কাঠ ও চৌকি ফেলে সড়ক অবরোধ গড়ে তোলেন। এতে শত শত যাত্রীবাহী বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকে পড়ে, যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

স্থানীয়রা বলেন, “ভাঙ্গাকে কোনোভাবেই বিভক্ত করা যাবে না। আমরা ভাঙ্গার মানুষ, ভাঙ্গাতেই থাকতে চাই।” ফরিদপুর শহর থেকে স্কুলে যাওয়ার পথে আটকে পড়া শিক্ষক শারমিন আক্তার জানান, “বাস তালমার মোড়ে নামিয়ে দিয়েছে, সামনে অবরোধ। হেঁটে যেতে হচ্ছে, জানি না কখন পৌঁছাবো।”

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, “চারদিকে যানজট, গাছের গুঁড়ি ফেলে রাখায় পুলিশের গাড়িও চলতে পারছে না। মহাসড়ক ক্লিয়ার করার চেষ্টা চলছে, তবে অবরোধকারীদের বুঝিয়ে কোনো লাভ হচ্ছে না।”

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়, যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন