৩১ দফাসহ সব ইতিবাচক পরিবর্তনের পথপ্রদর্শক বিএনপি: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সব ইতিবাচক পরিবর্তনের সূচনা বিএনপির হাত ধরেই হয়েছে। ৩১ দফা কর্মসূচিসহ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির ভূমিকা অপরিসীম।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “দলের নেতাকর্মীরা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু আন্দোলন থেকে কখনো সরে যাননি। আজকের দিনটি যেমন আনন্দের, তেমনি দুঃখেরও—কারণ গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম এখনও চলমান।”
তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানান।
সম্মেলনে বিকেলে তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
এই সম্মেলনকে ঘিরে ঠাকুরগাঁওয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে, যা দলকে নতুনভাবে সংগঠিত করার প্রত্যাশা জাগিয়েছে।



