৫ ঘণ্টা পর জয়পুরহাটে ট্রেন চলাচল স্বাভাবিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ এএম
ছবি : সংগৃহীত
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভদ্রকালী এলাকায় লাইনচ্যুত হওয়া কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উদ্ধার কাজ শেষ হলে প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ পুনরায় সচল হয়।
এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৪টার দিকে ট্রেনটির একটি বগি আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই উদ্ধার ও সংস্কার কার্যক্রম শুরু করে রেল কর্তৃপক্ষ।
সান্তাহার রেলওয়ে জংশনের মাস্টার মোছা. খাদিজা খাতুন জানান, লাইনচ্যুত বগিটি প্রায় দুই কিলোমিটার দূরে ছিল এবং উদ্ধারকারী ট্রেন এসে সফলভাবে তা সরিয়ে নেয়। দুর্ঘটনার সময় পঞ্চগড় এক্সপ্রেস রাণীনগর স্টেশনে এবং সীমান্ত এক্সপ্রেস সান্তাহার জংশনে আটকে ছিল।
আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, লাইনচ্যুত বগিসহ অন্যান্য বগি আক্কেলপুর স্টেশনে এনে জয়পুরহাট স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। লাইন পরিষ্কার হওয়ার পর সকাল সাড়ে ৯টায় সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে ছেড়ে যায়।
প্রসঙ্গত, সান্তাহার জংশন থেকে হলহলিয়া রেলসেতু পার হওয়ার পর ট্রেনের একটি বগি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর ট্রেনটি ভদ্রকালী এলাকায় থামানো হয় এবং পরে লাইনচ্যুতির ঘটনা ঘটে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে সতর্কতা জোরদার করা হবে।



