কুমিল্লা-২ হোমনা-তিতাস সংসদীয় আসন পুনর্বহালে বিজয় মিছিল
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি :
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম
কুমিল্লার হোমনা ও মেঘনা নিয়ে সংসদীয় আসন ভাগাভাগি হবে কি না-গত কয়েক মাস ধরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে চলছিল নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে বিএনপির অভ্যন্তরে বিষয়টি ছিল বিতর্কের কেন্দ্রবিন্দু। অবশেষে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে মেঘনা ও দাউদকান্দিকে কুমিল্লা-১ আসন এবং হোমনা ও তিতাসকে কুমিল্লা-২ আসনে অন্তর্ভুক্ত করার মাধ্যমে সেই বিতর্কের অবসান ঘটায়।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে হোমনায় এক বিজয় মিছিল বের করে বিএনপির একাংশ।
হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল হক জহর ও হেমনা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা।পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লার নেতৃত্বে মিছিলটি হোমনা চৌরাস্তা থেকে শুরু করে উপজেলা পরিষদ, পৌর মার্কেট ,বাজার,সরকারি উচ্চ বিদ্যালয়, ওভারব্রিজ, বাসস্ট্যান্ড হয়ে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল শেষে বক্তব্য রাখেন হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক জহর ও সাবেক সাধারন সম্পাদক আজিজুর রহমান মোল্লা ও উপজেলা বিএনপির সিনিয়র কয়েকজন নেতা।
বিজয় মিছিলে আরও উপস্থিত ছিলেন হোমনা পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক সিরাজ মিয়া, বেক ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম, বিএনপি নেতা হারুন অর রশিদ, আকবর আলী মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মাইনুদ্দিন সরকার, হোমনা সরকারি কলেজ শাখা ছাত্রদের সভাপতি মো. নাঈম সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



