কুড়িগ্রাম ফুলবাড়ীতে ইয়াবাসহ গ্ৰেফতার-১
কুড়িগ্রাম প্রতিনিধি :
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম
ছবি-যুগের চিন্তা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী গ্রাম থেকে ওই মাদক কারবারীকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, ফুলবাড়ী থানা পুলিশের একটি দল শনিবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশ শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আবুল হোসেনের (৬০) বাড়িতে তল্লাশী চালায়। তল্লাশি করে ১০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ আবুল হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী জানান, ইয়াবাসহ গ্রেপ্তার ওই ব্যক্তির বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানোর হয়েছে।



