Logo
Logo
×

সারাদেশ

সবুজ চাকমা দ্বিজেন শর্মা পরিবেশ পদক পেলেন

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম

সবুজ চাকমা  দ্বিজেন শর্মা পরিবেশ পদক পেলেন

ছবি-যুগের চিন্তা

রাঙ্গামাটিতে পরিবেশ বান্ধব এক সরকারি কর্মকর্তার নাম হলো সবুজ চাকমা। তিনি হলেন রাঙ্গামাটি  সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ।  পাহাড়ের পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় অবদান রাখায় ‘ব্রাক ব্যাংক–তরুপল্লব দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪ ও বৃক্ষসখা সম্মাননা’ ও এক লাখ টাকা পুরষ্কার  পেয়েছেন তিনি। 

শনিবার  ঢাকায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে পদক ও সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে  সবুজ চাকমার হাতে এ পুরস্কার তুলে দেন বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রকৌশলী সবুজ চাকমা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কৃতী সন্তান। পেশাগত কাজের বাইরেও তিনি একজন সৌখিন আলোকচিত্রী ও প্রকৃতি-পরিবেশপ্রেমী।

সবুজ চাকমা পার্বত্য চট্টগ্রামের পরিবেশ-প্রকৃতিবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বায়োডাইভার্সিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটি’র অন্যতম সংগঠক ও প্লানটেশন ফর নেচারের প্রতিষ্ঠাতা । এছাড়া তিনি দীর্ঘদিন ধরে পাহাড়ের বন্যপ্রাণী চিত্র শিল্পী ।

প্রকৃতি রক্ষার নিজের দায়বদ্ধতা থেকে গড়ে তুলেছেন অলাভজনক প্রতিষ্ঠান প্লানটেশন ফর নেচার। এর মাধ্যমে এ পর্যন্ত তিনি ৮৭ হাজার ৫৬০ টি পাখি বান্ধব গাছের চারা বিতরণ এবং রোপণ করেছেন। একই সঙ্গে খাগড়াছড়ি সড়ক বিভাগে কর্মরত থাকা অবস্থায় সড়কের দুপাশে প্রায় চার হাজার পাখিবান্ধব জ্যাকারান্ডা গাছের চারা রোপণ করেন। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় রাঙ্গামাটিতেও সওজ লেক ভিউ গার্ডেনের উদ্যোগ নেন সবুজ চাকমা।

এছাড়াও  ২০২৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগ আয়োজিত বাটারফ্লাই অ্যাওয়ার্ড অর্জন করেছেন সবুজ চাকমা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন