বগুড়ায় শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ২
বগুড়া প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ এএম
ছবি : বগুড়ায় শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ২
বগুড়ায় বৈষম্য বিরোধী মামলার পলাতক দুই রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে সদর থানার কলোনী এলাকার পৃথক স্থানে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া জেলা শ্রমিকলীগের সভাপতি মো. আব্দুস সালাম (৬৮) এবং ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মো. পিয়াস আহমেদ (৩২)। রবিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির।
পুলিশের এই কর্মকর্তা জানান , শনিবার রাত সোয়া ৯টার দিকে বিশেষ অভিযান চালিয়ে পিয়াস আহমেদকে কলোনী তাজমা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর রাত পৌণে ১১টার দিকে আরেক অভিযানে একই এলাকার কলোনী থেকে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, আসামিদের থানায় হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



