Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জে আদর্শ স্কুলের সাবেক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো 'স্পোর্টস কার্নিভাল -২০২৫'

Icon

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ এএম

নারায়ণগঞ্জে আদর্শ স্কুলের সাবেক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো 'স্পোর্টস কার্নিভাল -২০২৫'

ছবি: আদর্শ স্কুলের সাবেক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো 'স্পোর্টস কার্নিভাল -২০২৫'

বাংলাদেশ এর ইতিহাসে এই প্রথম কোন বিদ্যালয়ের সাবেক সকল ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এত বড় ক্রিড়া আয়োজন অনুষ্ঠিত হলো ইসদাইর এলাকাস্থিত ক্যাপ্টেনস এরেনা টার্ফ এ। টুর্নামেন্ট টিতে অংশগ্রহণ করে ১৯৯০ থেকে ২০২৪ পর্যন্ত মোট ২২টি টিম। 

'আদর্শ স্কুল নারায়নগঞ্জ এক্স স্টুডেন্টস কমিউনিটি " দ্বারা আয়োজিত  স্পোর্টস কার্নিভাল -২০২৫ এর অধীনে ফুটবল টুর্নামেন্ট 'ব্যাটেল অফ লিজেন্ড -সিজন ১' এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো ৫ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার। বর্তমানে সর্বাধিক আলোচিত এই টুর্নামেন্ট এর ব্যতিক্রম সৌন্দর্য এর বিষয় হচ্ছে ১৯৯০ ব্যাচ থেকে ২০০৮ ব্যাচ পর্যন্ত সিনিয়র গ্রুপ এবং ২০০৯ ব্যাচ থেকে ২০২৪ ব্যাচ পর্যন্ত জুনিয়র গ্রুপে বিভক্ত করা হয়। আলাদা এই দুটি গ্রপে অনুষ্ঠিত হয় আলাদা দুটি ফাইনাল। ফাইনাল দুটিতে সিনিয়র গ্রুপে আদর্শ- ২০০৩ কে পরাজিত করে আদর্শ-১৯৯০ ও জুনিয়র গ্রুপে আদর্শ- ২০২০ কে হারিয়ে আদর্শ- ২০১৯ বিজয় অর্জন করে।

 স্পোর্টস কার্নিভাল এর প্রধান উপদেষ্টার দ্বায়িত্ব পালন করছেন বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ (ব্যাচ-৯০) এবং  ব্রান্ড এম্বাসেডর হিসবে আছেন একুশে পদক প্রাপ্ত সাফ গেমস জয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল  দলের কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল (ব্যাচ-৯৮)। 

উক্ত টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি শাহিদ আলম(ব্যাচ-৮৩), রোটারিয়ান কাজী জাহিদুল ইসলাম(ব্যাচ-৮৬), 

আব্দুল্লাহ ইউসুফ সাদ ও ব্যবসায়ী শহীদুজ্জামান শরীফ(ব্যাচ-৮৭), ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান রুবেল (ব্যাচ-৮৮), নাঃগন্জ চেম্বার অফ কমার্স এর সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল(ব্যাচ-৮৯), লায়ন আশরাফুজ্জামান হিরা(ব্যাচ-৯৬), জেলা নাঃগন্জ এর বিশিষ্ট ক্রিড়া ব্যাক্তিত্ব এস এম আরিফ মিহির ও বিশিষ্ট আয়কর উপদেষ্টা রাশিদুল ইসলাম সেজিন। কার্নিভাল পরিচালনা কমিটির সভাপতি হিসেবে আদর্শ-২০০১ ব্যাচ এর জাহিদুল হাসান জিতু ও সদসস্য সচিব আদর্শ-২০০৮ ব্যাচ এর ইয়াসির সুলতান  দ্বায়িত্ব পালন করছে।

উপস্থিত সকলে একটি সফল 'স্পোর্টস কার্নিভাল ' উৎযাপনের প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও ট্যুর্নামেন্ট টি সফল করতে সর্বস্তরের আদর্শ স্কুলের সাবেক ব্যাচের ছাত্ররা অক্লান্ত পরিশ্রম করে। 

বাংলাদেশে এই প্রথম বারের অনুষ্ঠিত কোন একটা স্কুলের আন্ত সাবেক ব্যাচের অংশগ্রহণ এ এতো বড় কোন ফুটবল টুর্নামেন্ট,পরবর্তীতে ক্রিকেট, ম্যারাথন সহ আরও টুর্নামেন্ট আয়োজিত হবে। যা শুধু নারায়ণগঞ্জ নয় পুরো বাংলাদেশে ভাতৃত্বের শক্ত বন্ধন এর  উজ্জ্বল দৃষ্টান্ত এবং উদাহরণ স্থাপন করলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন