বাঞ্ছারামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সোনারামপুর ইউনিয়নে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের পুকুরে ডুবে তারা মারা যায়।
মৃত দুই শিশু হলেন- শান্তিপুর গ্রামের আনাথ মিয়ার মেয়ে চাঁদনি (৯) ও চরমরিচাকান্দি গ্রামের সাদ্দাম মিয়ার মেয়ে নিঝুম (৭)। সম্পর্কে তারা দুজন মামাতো-ফুফাতো বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে ডুবে পৃথক স্থানে শিশু চাঁদনি ও নিঝুমের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে। পরে তাদেরকে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বাঞ্ছারামপুর ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের টিএসআই ডা. রঞ্জন বর্মন বলেন, দুই শিশুকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। পরিবারের সদস্যরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।



