কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম
ছবি-যুগের চিন্তা
কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আবু রায়হান (১৭) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার বৌলাই হাবিব নগর বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু রায়হান সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ভট্টাজী পাড়া এলাকার রাজু মিয়ার ছেলে। সে কিশোরগঞ্জ নূরানী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন আবু রায়হান। বৌলাই বাইপাস মোড়ে পৌঁছালে একটি দ্রুত গতির মালবোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে মাদ্রাসাছাত্র আবু রায়হান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহতের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



