রাঙ্গামাটিতে ৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচার দাবি
রাঙ্গামাটিতে প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম
ছবি-যুগের চিন্তা
রাঙ্গামাটিতে ৩৫ কাঠুরিয়াা গণহত্যার বিচার ও পূর্ণবাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
১৯৯৬ সালে ৯ সেপ্টেম্বর তৎকালিন শান্তিবাহিনী লংগদুতে ৩৫ কাঠুরিয়াকে নির্ম্মভাবে হত্যা করে। যার বিচার ও ক্ষতিগ্রস্ত কাঠুরিয়া পরিবাকে এখনো কোন ক্ষতিপূরণ বা পূর্নবাসন করা হয়নি। সুর্দীঘ ২৮ বচর ধরে এই গণহত্যার বিচার দাবি করে আসছে এলাকাবাসী । গণহত্যার বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণবাসনের দাবিতে বৃহস্পতিবার রাঙ্গামাটি শহরের বিএম মার্কেটের সামনে মানববন্ধন করেছে ‘৩৫ কাঠুরিয়াা স্মৃতি সংসদ’।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন এবং সঞ্চালনা করেন মো. গিয়াাস উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙ্গামাটি পার্বত্য জেলা সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ ইব্রাহিম, সহ-সভাপতি কাজী মোহাম্মদ জালুয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও ভিকটিম পরিবারের সদস্য হাফেজ মোহাম্মদ বখতিয়ার উদ্দিন।
বক্তারা বলেন, ১৯৯৬ সালে সংঘটিত ভয়াবহ হত্যাযজ্ঞের ২৮ বছর অতিক্রান্ত হলেও আজও এর কোনো সুষ্ঠু বিচার হয়নি এবং নিহত কাঠুরিয়াদের পরিবারগুলো আজও মানবেতর জীবন-যাপন করছে। তাই মানববন্ধনে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণ পুনর্বাসন, তাদের সস্তানদের শিক্ষা সুযোগ নিশ্চিতকরণ এবং একটি স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানানো হয়েছে। মানববন্ধন শেষে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর হাতে একটি স্মারকলিপি প্রদান করেন ।



