Logo
Logo
×

সারাদেশ

ভাঙ্গায় ইউনিয়ন বিভক্তির প্রতিবাদে সড়ক অবরোধ

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ এএম

ভাঙ্গায় ইউনিয়ন বিভক্তির প্রতিবাদে সড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করে আলগী ও হামিদী ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছেন স্থানীয়রা। এতে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা–বরিশাল ও ঢাকা–খুলনা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সকাল ৯টার পর থেকে পুকুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় (ঢাকা–বরিশাল মহাসড়ক) এবং সুয়াদী ও আলগী বাসস্ট্যান্ড এলাকায় (ঢাকা–খুলনা মহাসড়ক) একযোগে এই অবরোধ শুরু হয়। ফলে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক আটকে পড়ে, সাধারণ যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। তবে এখনো অবরোধকারীরা মহাসড়ক ছাড়েননি। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গেছে। বুঝিয়েও অবরোধকারীদের সরানো যাচ্ছে না।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির ডাক দেওয়া হয় এবং শুক্রবার সকালে স্থানীয়রা মহাসড়ক অবরোধে নামেন।

অবরোধকারীরা জানিয়েছেন, ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্ত তারা মানবেন না এবং প্রয়োজনে দীর্ঘ সময় সড়ক অবরোধ অব্যাহত রাখবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন