বাঞ্ছারামপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ পিএম
বাঞ্ছারামপুর পৌর বিএনপি সভাপতি এমদাদুল হক সাইদ বলেছেন, জাতির ক্রান্তিলগ্নে বিএনপি বারবার জনগণের পাশে দাঁড়িয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে। দেশের মানুষ আজ মুক্ত ও স্বাধীনভাবে জীবনযাপন করছে। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আয়োজিত আনন্দ র্যালি ও সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে তার নেতৃত্বে একটি র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, ‘১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহাক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলার মানুষের অধিকার হরণ করেছে স্বৈরাচারী সরকার।’
তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারের দিন কাটিয়েছিলেন। তবুও অন্যায়ের সাথে তিনি আপস করেননি।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, সঞ্চালনা করেন ছাত্রলদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন, পৌর বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক এসআই পিন্টু, উপজেলা শ্রমিকদলের নেতা জামাল উদ্দিন, উপজেলা জাসাস সদস্য সচিব জামাল উদ্দিন, পৌর জাসাস মোঃ মিরু, সাবেক ছাত্রদল নেতা গাজী সাদ্দাম, সেচ্ছাসেবক দল নেতা সুজন, সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইসমাইল হোসেন রাজু, রুবেলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেন। তাদের স্লোগানে পুরো উপজেলা চত্বর মুখরিত হয়ে ওঠে।



