বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার বলেছেন, ‘বিএনপি হলো দেশ গড়ার দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। আপনারা গত ১৬ বছর যেভাবে বিএনপির পাশে ছিলেন, বিএনপি সেই অবদানের জন্য আপনাদের ভুলবে না। গত ১৬ বছরে যে নির্যাতন-ত্যাগ স্বীকার করেছেন, মাকে দেখতে যেতে পারেননি। নিজের সন্তানকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারেননি। তাই আগামী দিনে আপনাদের নিয়ে হবে ধানের শীষের বিজয়, বিএনপির বিজয়।’
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আয়োজিত আনন্দ র্যালি ও সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে তার নেতৃত্বে একটি র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, নির্বাচন হবে এই দেশে। কিন্তু যারা নির্বাচন নিয়ে যড়যন্ত্রের চেষ্টা করছেন, তাদের ব্যাপারে সচেতন থাকবেন। তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, তাই আপনারা সকলেই সতর্ক থাকবেন। বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি। অথচ কেউ বালিশের নিচে টিকিট নিয়ে ঘুরছেন, আবার কেউ বগলের নিচে টিকিট নিয়ে ঘুরছেন। কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি তার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জান্নাত কামনা করছি।
সমাবেশে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু। বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেন। তাদের স্লোগানে পুরো উপজেলা চত্বর মুখরিত হয়ে ওঠে।



