Logo
Logo
×

সারাদেশ

নান্দাইলে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম

নান্দাইলে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক

ময়মনসিংহের নান্দাইলে চলছে পাট কাটার মৌসুম। উপজেলার গ্রামেগঞ্জে কৃষকরা এখন সোনালি আঁশ পাট কাটা ও আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে রাত পর্যন্ত মাঠে ও বাড়ির আঙিনায় চলছে পাট কাটার হিড়িক, যেন তাদের দম ফেলার সময় নেই।

সরেজমিনে দেখা যায়, কেউ কাছি হাতে মাঠে পাট কাটছেন, কেউ আবার পানিতে ডুবিয়ে আঁশ ছাড়াচ্ছেন। শুকানোর জন্য রোদে-বাতাসে মেলে রাখা হচ্ছে আঁশ ও পাটকাঠি। শুধু পুরুষই নন, এ কাজে পিছিয়ে নেই গৃহিণীরাও। বাড়ির সামনে বসেই তারা আঁশ ছাড়ানো ও শুকানোর কাজ করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, নান্দাইলের ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ বছর মোট ৭৮৮ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এর মধ্যে দেশি ১১০ হেক্টর, তোষা ৩৫০ হেক্টর, কেনাফ ৩২২ হেক্টর ও মেস্তা জাতীয় পাট ৬ হেক্টরে চাষ হয়েছে।

সবচেয়ে বেশি পাট চাষ হয়েছে চরবেতাগৈর, বীরবেতাগৈর, খারুয়া, শেরপুর, গাঙ্গাইল ও মুসুল্লি ইউনিয়নে। বিশেষ করে চরবেতাগৈর ইউনিয়নে পাট আবাদ তুলনামূলক বেশি।

চরকামটখালী গ্রামের কৃষক বাদল মিয়া জানান, পাটের আঁশ ছাড়ানোর কাজ করছি। ধুয়ে রোদে শুকাইতাছি। এইবার পাটের ভালো ফলন হইছে।

একই গ্রামের কৃষক শাহজাহান বলেন, পাট কেটে এখন পানিতে জাগ দিছি। আগের চেয়ে ফলন অনেক ভালো হয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা আজিজুর রহমান বলেন, কৃষকরা এখন আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত। এবারের ফলন বাম্পার হয়েছে।

নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা জানান, চলতি মৌসুমে ৭৮৮ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা এবার ভালো ফলন পেয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন