Logo
Logo
×

সারাদেশ

সর্ব্বোচ্চ করদাতা জেলা হয়েও মেট্রোরেল থেকে বঞ্চিত হওয়া বৈষ্যমের শামিল: খোরশেদ

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম

সর্ব্বোচ্চ করদাতা জেলা হয়েও মেট্রোরেল থেকে বঞ্চিত হওয়া বৈষ্যমের শামিল: খোরশেদ

নারায়ণগঞ্জের দীর্ঘদিনের জনদুর্ভোগ ও যানজট নিরসনের লক্ষ্যে মেট্রোরেলের দাবি জানিয়েছেন ১৩নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের সমন্বয়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

কাউন্সিলর খোরশেদ বলেন, ‘রাজধানী ঢাকার পাশেই অবস্থিত নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল ও জনবহুল একটি নগরী। প্রতিদিন লক্ষাধিক মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে যাতায়াত করেন। কিন্তু যানজট, ভাঙাচোরা সড়ক, অতিরিক্ত ভাড়া এবং পর্যাপ্ত পরিবহন সংকটের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র কার্যকর সমাধান হলো নারায়ণগঞ্জে মেট্রোরেল সম্প্রসারণ।’

খোরশেদ আরো বলেন, নারায়ণগঞ্জ দেশের মধ্যে সর্ব্বোচ্চ করদাতা জেলা হয়েও মেট্রো রেলের মত একটি প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যাতে প্রমানিত হয় নারায়ণগঞ্জ চরম বৈষ্যমের শিকার। মেট্রো রেলে নারায়ণগঞ্জকে সংযুক্ত না করলে প্রয়োজনে কর প্রদানে বিরত থাকার জন্য জেলাবাসীকে আহবান জানাই।

খোরশেদ আরও বলেন, “ঢাকা শহরের উন্নয়নের ধারাবাহিকতায় যদি নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করা না হয়, তবে এটি নাগরিকদের প্রতি চরম অবিচার হবে। আমরা শান্তিপূর্ণভাবে সরকারের কাছে নারায়ণগঞ্জে দ্রুত মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানাই।”

তিনি নারায়ণগঞ্জবাসীসহ দেশের সকল সচেতন নাগরিককে এ দাবির সঙ্গে একাত্ম হয়ে আন্দোলন ও দাবি জানানোর আহ্বান জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন