Logo
Logo
×

সারাদেশ

প্রকৃতির লাল রক্তিম সাজে চেচুয়া-গলহর শাপলা বিল

Icon

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ পিএম

প্রকৃতির লাল রক্তিম সাজে চেচুয়া-গলহর শাপলা বিল

পানিতে নেমে লাল শাপলা তুলছেন কয়েকজন পর্যটক। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের চেচুয়া-গলহর বিল এখন শাপলার রঙিন সমারোহে রূপ নিয়েছে প্রকৃতির এক অপার সৌন্দর্যের ভান্ডারে। বর্ষার পানিতে ডুবে থাকা বিস্তীর্ণ এ বিলে লাল শাপলার আভা যত দূর চোখ যায়, তত দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এর মাঝে সাদা আর বেগুনি শাপলার ছোঁয়া দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেয়।

প্রতিদিন হাজারো ভ্রমণপিপাসু ছুটে আসছেন এ বিলে। কেউ নৌকায় ভেসে ফুলের রাজ্যে ঘুরছেন, কেউবা পানিতে নেমে শাপলার স্পর্শ নিচ্ছেন ও ছবি তুলছেন। তবে অতিরিক্ত ফুল ছেঁড়ায় প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে বলে স্থানীয়রা নিয়ন্ত্রণের দাবি তুলেছেন।

দর্শনার্থীদের অনেককেই কাদা মাড়িয়ে আইল ধরে হেঁটে যেতে হয়। আবার কাছ থেকে ফুল দেখতে গিয়ে জামাকাপড় ভিজে যাওয়ার ভোগান্তিও পোহাতে হয়। নৌকায় চড়ার সুযোগ থাকলেও ভাড়া বেশি হওয়ায় অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দারা চান এ বিলকে একটি স্থায়ী পর্যটনকেন্দ্রে রূপান্তরিত করতে। তাঁদের মতে, ফুল সংরক্ষণ, ভাড়া নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে শাপলা বিল হয়ে উঠতে পারে জনপ্রিয় পর্যটনকেন্দ্র।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি বলেন, চেচুয়ার শাপলা বিল এখন জনপ্রিয় হয়ে উঠছে। তবে এটি ব্যক্তিমালিকানাধীন জমি হওয়ায় সরকারিভাবে পর্যটনকেন্দ্র করা সম্ভব নয়। তবু নিরাপত্তা ও ফুল সংরক্ষণে গ্রাম পুলিশ মোতায়েনের বিষয়টি বিবেচনায় আনা হবে।

ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে বালিপাড়া রোডে অটোভ্যানে ঠাকুরবাড়ি মোড় (ভাড়া ১০ টাকা) পর্যন্ত গিয়ে সেখান থেকে হেঁটে বা ভ্যানে সহজেই পৌঁছানো যায় চেচুয়া বিলে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন