তারেক রহমানের হাত ধরে শহীদ জিয়ার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবে বিএনপি: ব্যারিস্টার অপু
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) ২টার দিকে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি। যুক্তরাজ্য আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসির খান অপু বলেন, ‘তারেক রহমান আরেক জিয়াউর রহমান। জনগণ তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। তারেক রহমানের হাত ধরেই বিএনপি শহীদ জিয়াউর রহমানের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবে, দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মেজর সাঈদ, জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি সাজ্জাদ, জালাল উদ্দিন বাদল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিব, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা জাসাসের আহবায়ক এম এ সালাম, উপজেলা জাসাসের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আবুল খায়ের বাঞ্ছারামপুর পৌর যুব দলের আহ্বায়ক ঈমান আলী, বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল হক, বাঞ্ছারামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম ফাহাদ, বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহীম সরকার, সদস্য সচিব মনিরুল হাসান আব্দুল্লাহ প্রমুখ।



