Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

কুড়িগ্রামে ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৭ কেজি ৬শ গ্রাম গাঁজাসহ একরামুল হক (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

বুধবার ( সেপ্টেম্বর) র‍্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদক ব্যবসায়ীকে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে। পরে পুলিশ দুপুরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।

র‍্যাব জানান, চলমান মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা এলাকার মাদক ব্যবসায়ী একরামুল হক (৪৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ীর শয়ন কক্ষের ওয়ারড্রবের ভিতর থেকে ১৭ কেজি ৬শ গ্রাম গাঁজা জব্দসহ একরামুল হককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ওই এলাকার মৃত হযরত আলীর ছেলে।

এ ব্যাপারে রংপুর র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী থানার এসআই জাহাঙ্গীর আলম সরকার জানান, বুধবার সকালে র‍্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন