বাঞ্ছারামপুরে এটিআই এ বৃক্ষরোপণ কর্মসূচী
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ‘একটি হলেও বৃক্ষ রোপণ করবো জনে জনে, সবুজ দেশে সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’ ম্লোগানকে প্রতিপাদ্য করে বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫ উদযাপন করা হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বাঞ্ছারামপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ কর্মসূচী পালন করা হয়।
ইনস্টিটিউটের অধ্যক্ষ বিমল চন্দ্র সোম বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন। ক্যাম্পাসে শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
অধ্যক্ষ বিমল চন্দ্র বলেন, ‘একটি সবুজ, স্বাস্থ্যকর, টেকসই ও সহনশীল পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে গাছ রোপণ করতে হবে। তিনি প্রত্যেক শিক্ষার্থীর প্রতি ফলদ, বনজ ও ঔষধি গাছের অন্তত যেকোনো একটি চারা রোপণের আহবান জানান।’
প্রশিক্ষক হুমায়ুন কবীর বলেন, আজকের কর্মসূচিতে আমরা আম, কাঁঠাল, লিচু, জলপাই, কাঠবাদাম, পেয়ারা, বরই, নিম, তুলসী, সুপারি, ডায়াবেটিস গাছসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেছি। আমরা বিশ্বাস করি—আজকের এই উদ্যোগ আগামী প্রজন্মের জন্য রেখে যাবে একটি সবুজ ও সুস্থ পরিবেশ।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মূখ্য প্রশিক্ষক জনাব সুশান্ত সাহা, মূখ্য প্রশিক্ষক মোঃ জামাল হোসেন, ঊর্ধ্বতন প্রশিক্ষক মো. আলমগীর হোসেন, প্রশিক্ষক তাজুল ইসলাম, প্রশিক্ষক ওমর ফারুক, প্রশিক্ষক মনির হোসেন এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।



