Logo
Logo
×

সারাদেশ

রাঙ্গামাটিতে কফি ও কাজুবাদাম চাষ নিয়ে কর্মশালা

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম

রাঙ্গামাটিতে কফি ও কাজুবাদাম চাষ নিয়ে কর্মশালা

ছবি-যুগের চিন্তা

পার্বত্যাঞ্চলের পাহাড়ের ঢালুতে কফি ও কাজুবাদাম চাষ করে কৃষকদের স্বাবলম্বী করার লক্ষ্যে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের নিয়ে রাঙ্গামাটিতে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার রাঙ্গামাটি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন ও বরকল উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম ।

কর্মশালায় প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান বলেছেন, কফি ও কাজুবাদাম চাষ পার্বত্য এলাকার জন্য অত্যান্ত সম্ভাবনাময় একটি ফসল। আগামীতে পার্বত্যাঞ্ছলের কৃষি ও কৃষকের আর্থসামাজিক উনয়নে কাজুবাদাম ও কফি চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাহাড়ের পরিত্যক্ত জমি এই চাষে ব্যবহার করতে হবে।

পাহাড়ে কাজুবাদাম ও কফি চাষ সম্প্রসারণে সার্বক্ষণিকভাবে কৃষকদের সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।কর্মশালায় রাঙ্গামাটি সদর, নানিয়ারচর, কাপ্তাই, কাউখালী উপজেলা ও কৃষি তথ্য সার্ভিসসহ জেলার ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহন করেছেন। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন