গোবিন্দগঞ্জে বাসচাপায় মরিয়ম নামে নার্সের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি :
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম
ছবি-সংগৃহীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় মরিয়ম আক্তার নামে এক ক্লিনিকের নার্স নিহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা ঢাকা-রংপুর মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানায়। নিহত মরিয়ম আক্তার ওই এলাকার সেলু শেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মরিয়ম আক্তার দুই শিশুকে নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী শঠিবাড়ি স্পেশাল নামক একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটির চালকসহ বাসটি আটক করে পুলিশে দেয়।
এ সময় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন, গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজা এবং এসআই হারুন অর রশিদ পুলিশ সদস্যদের নিয়ে জনতাকে শান্ত করার চেষ্টা করেন।
পরে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতা তাকে দাবি তুলে ধরে। তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে বিকাল ৫টার দিকে মানুষ অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।



