ছবি-যুগের চিন্তা
লংগদু জোনের সেনাবাহিনীরা অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় সিগারেট জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের ৯ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে ২১০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে ।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়,সেনাবাহিনীর একটি টহলদল রাতে সীমান্ত পার হয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট প্রবেশ করবে এমন সংবাদ পেয়ে লংগদু জোন কমান্ডার লে:কর্নেল মীর মোর্শেদ এর নির্দেশে মারিশ্যা দিঘিনালা সড়কের ৯ কিলোমিটার জুম্ববি আদাম এলাকায় দুরছড়ি সাব জোন কমান্ডার মেজর রিফাতের নেতৃত্বে গোপনে অবস্থান নেয় সেনাবাহিনীর একটি বিশেষ দল। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশপাশের এলাকায় তল্লাশি করে। এই সময় চোরাকারবারিরা সেনাবাহিনীর অবস্থান টের পেয়ে সিগারেট ফেলে পালিয়ে যায়।
সেনাবাহিনী পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত সিগারেট এর আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা হবে বলে বলে সূত্রটি জানায়।
উল্লেখ্য রাঙ্গামাটি জেলার ভারত সীমান্ত এলাকা দিয়ে বিপুল ভারতীয় সিগারেট আসছে। গত এক সাপ্তাহের ব্যাবধানে বিজিবি ও সেনাবাহিনী একাধিক বার অভিযান চালিয়ে আনুমানিক ৪০০ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ করে। সম্প্রতি সময়ে এই সীমান্তে উদ্বেগজনক ভাবে চোরা চালানি বৃদ্ধি পেয়েছে।



