Logo
Logo
×

সারাদেশ

গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০২:২৫ পিএম

গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলম কিবরিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া-ঝানজাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি স্টেশনে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায় এবং প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে।

পরে ট্রেনচালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ইঞ্জিন সম্পূর্ণ বিকল হয়ে যায়। এতে স্টেশনের ১ নম্বর লাইনটি সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। তবে ২ নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন আসার পর ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে যাত্রা করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন