Logo
Logo
×

সারাদেশ

উলিপুরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি :

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৬:৫৭ পিএম

উলিপুরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ছবি-যুগের চিন্তা

কুড়িগ্রামের উলিপুরে খেলার জন্য মাঠ রেখে ভবন নির্মাণের দাবিতে মানববন্ধনবিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীসহ স্থানীয়রাবৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলা বজরা ইউনিয়নের বজরা বাজার সড়কে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড এবং ব্যানার হাতে বিক্ষোভ মিছিলমানববন্ধন করেন তারা

মানববন্ধনে বক্তব্য রাখেন, বজরা এল.কে আমিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান বুলবুল, ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন হেড অফ চিফ মেহেদী হাসান দূর্জয়, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মাসুম, উদয়ন স্কুল পরিচালক লিমন প্রমুখ।

এই সময় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বজরা একটি নদী ভাঙন কবলিত এলাকা। এলাকায় বড় কোনো খেলার মাঠ নেই। তাই বজরা বাজার ও আশপাশের এলাকার কিশোররা এখানে খেলাধুলা করতে আসে। কিন্তু খেলার মাঠ নষ্ট করে সেখানে ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

তাদের দাবি, কলেজ মাঠ অক্ষত রেখে সেখানে নতুন ভবন নির্মাণ করা সম্ভব। যদি মাঠ নষ্ট করে ভবণ নির্মাণ করা হয়, তখন শিক্ষার্থী এবং স্থানীয় তরুণরা মাদকসেবন নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে পারে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন