Logo
Logo
×

সারাদেশ

গাইবান্ধায় জমির বিরোধে দুলাভাইকে পিটিয়ে হত্যা

Icon

আবু কায় সার শিপলু গাইবান্ধা :

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৪:৪৪ পিএম

গাইবান্ধায় জমির বিরোধে দুলাভাইকে পিটিয়ে হত্যা

ছবি-যুগের চিন্তা

সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুলাভাইকে হত্যার অভিযোগ উঠেছে শ্যালকদের বিরুদ্ধে। বুধবার (২৭ আগস্ট) রাতে উপজেলার প্রধান বাজারের ব্যাপারীপাড়া গ্রামে হত্যার এ ঘটনা ঘটে।

নিহত মোজাহার আলী ব্যাপারী (৬৫) ওই এলাকার বাসিন্দা, পেশায় কৃষি কাজ করেন। অভিযুক্ত দুই শ্যালক লুৎফর রহমান ও নবীন হোসেন ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের বরাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর তালুকদার জানান, মোজাহার আলী তার শ্বশুরের কাছে ২৪ বছর আগে ২৫ শতক জমি ক্রয় করেছিলেন। কিন্তু সেই জমি দলিল না করে দিয়েই শ্বশুর মারা যান। পরে মোজাহার আলী তার শ্যালকদের কাছে ওই কেনা জমি দলিল চান। কিন্তু শ্যালকরা দফায় দফায় বৈঠক ও দিন তারিখ ঠিক করলেও জমি দলিল করে দেয়নি। এভাবে প্রায় কয়েক বছর কেটে যায়

গত মঙ্গলবার অভিযুক্ত শ্যালক লুৎফর রহমান ও নবীর হোসেন ঢাকা থেকে বাড়িতে এলে এ নিয়ে বুধবার রাতেই তারা আলোচনায় বসেন। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে এক পর্যায়ে লুৎফর রহমান ও নবীর হোসেন লাঠি দিয়ে মোজাহার আলীকে মারধর করে গুরুতর আহত করেন।

পরে আশেপাশের লোকজন আহত মোজাহার আলীকে উদ্ধার করে গাইবান্ধা জেলারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন