শেরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ উদ্বোধন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৩:১২ পিএম
বগুড়া শেরপুরের সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে প্রবাহিত বাঙালী নদীতে অনুষ্ঠিত,দীর্ঘ একযুগ পরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ অগাস্ট) উপজেলার চোমরপাথালিয়া উদ্বোধন অনুষ্ঠানে মেলা কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর ৬, বগুড়া ৫ শেরপুর ধুনটের সাবেক মাননীয় সংসদ সদস্য গোলাম মো: সিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রায় এক যুগ পরে অনুষ্ঠিত হচ্ছে চমরপাথালিয়া গ্রামের ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা। মেলা কমিটিকে বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা বলেন। মেলায় আগত শেরপুর ধুনট থেকে আগত জনসাধারণের নিকট বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য দোয়া প্রার্থনা করেন। তারেক রহমানের নির্দেশ তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আগামী দিনে তারেক রহমানের বার্তায় তরুণদের পৌছে দিয়ে উৎসাহ প্রদান করেন।
উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি (ভিপি) শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক (ভিপি) রফিকুল ইসলাম মিন্টু, নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী, সাবেক কোষাধক্ষ গোলাম মাহবুব প্যারিস সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরোয়ার হোসেন।



