টেন্ডার ছাড়াই রেলের জমির গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ পিএম
তিনটি নিম গাছ কেটে নিয়ে যাচ্ছে চেয়ারম্যান আবুল কাশেম মুহম্মদ মাসুমের লোকজন। ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর–আলীনগর রেলপথের জমিতে থাকা তিনটি নিম গাছ টেন্ডার ছাড়াই কাটার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহম্মদ মাসুমের বিরুদ্ধে। বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার নেতৃত্বে গাছগুলো কাটা হয়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, চেয়ারম্যান তার লোকজন ও গ্রাম পুলিশকে দিয়ে মকরমপুর টেন্ডার এলাকার রেলওয়ের জমি থেকে তিনটি তাজা নিম গাছ কেটে ফেলেন। খবর পেয়ে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলেও গাছগুলো চেয়ারম্যানের জিম্মাতেই রেখে যান। পরে চেয়ারম্যানের লোকজন ভ্যানে করে গাছগুলো স্থানীয় একটি করাতকলে নিয়ে রাখেন।
অভিযুক্ত চেয়ারম্যান মাসুম ঘটনাটি স্বীকার করে বলেন, গাছগুলো রহনপুর রেলওয়ে সেতুর পাটাতনের কাজে ব্যবহারের জন্য কাটা হয়েছে। রেলওয়ের অনুমতি না নিয়েই গাছ কাটা হয়েছে, এটা ঠিক। তবে এগুলো জনস্বার্থে কাটা হয়েছে। অনিয়ম হয়েছে বলতে পারেন, কিন্তু দুর্নীতি হয়নি। তিনি আরও জানান, এর আগেও ঈদের আগে একই অজুহাতে সরকারি গাছ কেটে রেলওয়ের কাজে ব্যবহার করেছেন।
রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য সাইফুল ইসলাম জানান, ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী বাবুল আকতার এর নির্দেশে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার সত্যতা পাওয়া যায়। পরে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে গাছগুলো তার জিম্মায় রাখা হয়। তবে সেগুলো বর্তমানে কোথায় আছে সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
এদিকে আমনুরা রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই (তদন্ত) মো. আইনুল হক বলেন, তদন্তে গাছ কাটা সত্য প্রমাণিত হয়েছে। জনপ্রতিনিধি হিসেবে গাছগুলো চেয়ারম্যানের জিম্মায় রাখা হলেও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. বাবুল আকতার বলেন, খবর পেয়ে নিরাপত্তা বাহিনী পাঠিয়ে গাছ কাটা বন্ধ করা হয়। তবে কাটা গাছগুলো কোথায় আছে সে প্রশ্নের জবাব না দিয়ে তিনি ফোন কেটে দেন।



