ফের ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
কক্সবাজার প্রতিনিধি :
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৭:০৬ পিএম
ছবি-সংগৃহীত
কক্সবাজারের টেকনাফের এবার সেন্টমাটিনের দক্ষিণে সাগর থেকে আবারও একটি মাছ ধরার নৌযানসহ বাংলাদেশি ৭ জেলেকে ধরে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।
সাগরে জাল ফেলে মাছ ধরার সময় সেন্টমাটিন দ্বীপের নিকটবর্তী " সীতা " নামক এলাকা থেকে মঙ্গলবার বেলা ২টার দিকে তাঁদের অপহরণ করা হয়।
এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ কাযুকখালীয়া ঘাটের ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমদ।
সমিতির সভাপতি সাজেদ আহমদ বলেন, জেলেসহ যে নৌযানটি আরাকান আর্মি ধরে নিয়ে গেছে, নৌযানটির মালিক টেকনাফ পৌরসভার কাযুকখালীযাপাড়া বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল কায়সারের। ওই নৌযানটিতে সাতজন মাঝিমাল্লা ছিলেন। তাৎক্ষণিক জেলেদের নাম-ঠিকানা জানা যায়নি।
ওই ট্রলারের মাঝি দিল মোহাম্মদ সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে জানিয়ে সাজেদ আহমদ বলেন, সেন্টমাটিনের দক্ষিণে সাগর জাল ফেলে মাছ ধরার সময় স্পিডবোট নিয়ে আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশ জলসীমানায় ঢুকে পড়ে। এসময় তারা কয়েকটি নৌযানটিকে ধাওয়া দেয়। এরমধ্যে একটি নৌযানসহ ৭ জেলেকে ধরে মিয়ানমারের দিকে নিয়ে যান আরাকান আর্মির সদস্যরা।
ট্রলার মালিক নুরুল কায়সার বলেন,জেলেসহ ট্রলারটি ফেরত আনার ব্যবস্থা করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।
জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছেন জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, প্রায় প্রতিদিনই আরাকান আর্মির সদস্যরা সাগর থেকে ফেরার পথে বাংলাদেশি জেলেদের অস্ত্রেরমুখে জিম্মি করে ধরে নিয়ে যাচ্ছে। গত চার দিনেব সাতটি ট্রলারসহ ৫১ জেলেকে অপহরণ করা হয়েছে বলে ট্রলার মালিক সমিতি জানিয়েছে। এর আগে ৫ আগস্ট নিয়ে গেছে ২ জনকে।
গত বছরের ডিসেম্বর থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ২৬২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের চেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং ২৭টি নৌযান ফেরত আনা হয়েছে।



