উলিপুরে লটারিতে ওএমএস ও খাদ্য বান্ধব ডিলার নিয়োগ
রাজু মোস্তাফিজ,,কুড়িগ্রাম
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৬:৪৫ পিএম
ছবি-যুগের চিন্তা
কুড়িগ্রামের উলিপুরে ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ। বুধবার দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহার সভাপতিত্বে এই লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ বছর উন্মুক্তভাবে প্রার্থীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে উলিপুর পৌরসভা ও ১৩টি ইউনিয়নের জন্য ৬টি ওএমএস ডিলারের জন্য মোট আবেদন করে ৩৯টি আবেদন, ১জন প্রত্যাহার করেন, যাচাই-বাছাইয়ে ২৩টি আবেদন যোগ্য ও ১৫টি অযোগ্য বিবেচিত হয়।
খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ৫৫টি ডিলারের জন্য ৩৫৭টি আবেদন জমা পড়ে, ১জন প্রত্যাহার করেন, যাচাই-বাছাইয়ে মধ্যে ২৯৭টি আবেদন যোগ্য ও ৫৯টি অযোগ্য বিবেচিত হয়। পরে লটারির মাধ্যমে ওএমএস ডিলারের জন্য ৬টি ও খাদ্য বান্ধব কর্মসূচির জন্য ৫৫টি ডিলার নিয়োগের জন্য চূড়ান্ত করা হয়। এর আগে উপজেলা প্রশাসন বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের আহ্বান জানান।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার আহাদ, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোশাররফ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিসবাহুল হোসাইন, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজিব, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ আলী, আবেদনকারীরাসহ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



