Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রাম জেলা শহরের দুই সড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগ

Icon

রাজু মোস্তাফিজ,কুড়িগ্রাম

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৪:৫৪ পিএম

কুড়িগ্রাম জেলা শহরের দুই সড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগ

কুড়িগ্রাম জেলা শহরের গুরুত্বপুর্ণ দুটি সড়ক খানাখন্দে ভরে থাকায় দুর্ভোগে পথচারী,যানবাহনের চালক ও ব্যবসায়ীরা। খানখন্দ হওয়ার কারণে প্রতিদিন নানা দুর্ঘটনা ঘটছে। শহরের গুরুত্বপূর্ণ দুটি রাস্তার একটি সড়ক বিভাগের,আরেকটি পৌরসভার। দীর্ঘদিন মেরামত না করায় সড়ক দুটির বেহাল দশার জন্য সংশিষ্ট দপ্তরকে দায়ি করছেন ভুক্তভোগীরা। 

এদিকে জনগণের ভোগান্তি বিবেচনায় সংস্কারের আশ্বাস দুই দপ্তরের। সড়কে অসংখ্য গর্তে জমে আছে বৃষ্টির কাদা পানি। ভাঙ্গা রাস্তার উপর দিয়ে চলছে যানবাহন। পথচারী আর যাত্রীদের চরম কষ্টে চলতে হচ্ছে।


কুড়িগ্রাম জেলা শহরের ঘোষপাড়া থেকে তারামন বিবির মোড় পর্যন্ত সড়ক বিভাগের প্রায় দুই কিলোমিটার ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক থেকে গহওরপার্ক পর্যন্ত পৌরসভার প্রায় দেড় কিলোমিটার সড়কের পুরোটাই চলাচলের অনুপযোগী। অথচ এই সড়কে পাশে রয়েছে জেলার সবচেয়ে বড় কাঁচামালসহ চালের আরদ,কাপড় মার্কেটসহ অন্যান্য গুরুত্বপুর্ণ ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান। 

এছাড়াও এই সড়ক দুটি দিয়েই চলাচল করছে সোনাহাট স্থলবন্দর কেন্দ্রিক যানবাহনও। দীর্ঘদিন সড়ক সংস্কার না করায় চরম ভোগান্তিতে যানবাহনের চালক ও পথচারীরা। দ্রুত সড়ক দুটি মেরামতের দাবি ভুক্তভোগীদের। কুড়িগ্রাম পৌরসভার আওতায় ১শ ৬৩ কিলোমিটার পাকা সড়কের মধ্যে ক্ষতিগ্রস্থ সড়ক ৩৮ কিলোমিটার। 

এরমধ্যে জেলা শহরের অভ্যন্তরে দেড় কিলোমটার। আর সড়ক বিভাগের আওতায় ২শ ৭১ কিলোমিটার সড়কের মধ্যে ক্ষওিগ্রস্থ সড়ক ৩৩ কিলোমিটার। এরমধ্যে জেলা শহরের অভ্যন্তরে ২ কিলোমিটার।এদিকে পৌরসভার আওতায় থাকা গুরুত্বপুর্ণ সড়কটি দ্রুত মেরামতের আশ্বাস মিললেও গত এক বছর ধরে মন্ত্রণালয়ে আটকে থাকা দরপত্রের অনুমোদনের অপেক্ষায় সড়ক বিভাগ। অনুমোদন পেলে দ্রুত কাজ করার কথা জানায় সড়ক বিভাগ ।


জিয়া বাজারের ব্যবসায়ী আবুল হোসেন জানান কুড়িগ্রাম জেলায় জিয়া বাজার সবচেয়ে বড় সবজীর পাইকারী বাজার। এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে। রাস্তা খারাপের কারণে লোকজন এখন কম আসে।  এতে এই বাজারের ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে।  

ড্রাইভার হাসেম আলী জানান কুড়িগ্রামের মধ্যে গাড়ীর সংখ্যা অনেক বেশী। রাস্তা অনেক ছোট। একটি গাড়ী অপর গাড়ীকে সাইড দিতে পারে না। রাস্তা ভাঙ্গা। দীর্ঘদিন থেকে রাস্তার কোন কাজ হয় না। আমরা গাড়ী চালাতে খুবই কষ্ট হয় । এমনকি হাসপাতালে রোগী নিয়ে যেতে কষ্ট হয়।

কুড়িগ্রামজেলা বি এন পির যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব  কুড়িগ্রাম শহরের প্রধান সড়ক দুটি সড়ক বিভাগ ও পৌরসভার। দু’বছর ধরে রাস্তার বেহাল অবস্থা চলছে। মানুষের চলাচলে একেবারে অনুপযুক্ত।আমরা সরকারের কাছে দাবী জানাচ্ছি অবিলম্বে সরকার যেন রাস্তা গুলো মেরামত করে চলাচলের উপযোগী করে।

কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মেহেদী হাসান সরকার জানান কুড়িগ্রাম শহরের সড়ক ও জনপদের দুই কিমি রাস্তা খুবই ক্ষতিগ্রস্ত । যেটি আমাদের জরুরী মেরামত করা প্রয়োজন। এই রাস্তার জন্য ২০২৪ সালে দরপত্র আহবান করে মন্ত্রনালয়ে অনুমোদনের জন্য পাঠিয়েছি। এখনও আসেনি। অনুমোদন পেলেই কাজ শুরু হবে। 

কুড়িগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.আতিকুর রহমান জানান কুড়িগ্রাম শহরের পৌরসভার প্রধান রাস্তাটি জনবহুল রাস্তা। দীর্ঘদিন থেকে রাস্তাটির কোন সংস্কারের কাজ হয় না। লোজজন ভোগান্তিতে আছে রাস্তা নিয়ে। আমরা ইতিমধ্যে রাস্তা সংস্কারের জন্য দরপত্র আহবান করেছি। প্রক্রিয়া শেষ করেই রাস্তার কাজ শুরু হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন