অটোরিকশা চালকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ পিএম
কিশোরগঞ্জের হোসেনপুরে মোঃ শামীম মিয়া নামের এক অটোরিকশা চালকের ওপর সন্ত্রাসী হামলা ও বেধড়ক মারপিট করার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছে চালক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যার পরিপ্রেক্ষিতে হোসেনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন চালক মোঃ শামীম মিয়া। এখনো পর্যন্ত চিহ্নিত হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনার প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে হোসেনপুর উপজেলার পিতলগঞ্জ বাজারে অটো চালক ড্রাইভার ও সর্বস্তরের জনগনের ব্যানারে এ মানববন্ধন পালন করা হয়। এসময় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধনে অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলার সিদলা ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মমিন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাদির, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বিল্লাল হোসেন, অটোরিকশার চালকের স্ত্রী তাসলিমাত আক্তার, অটোরিকশার চালক মোবারক প্রমুখ।
জানা যায়, গত রবিবার (২৪ আগস্ট) হোসেনপুর বাজারের মিষ্টিপট্টির হার্ডওয়ার ব্যবসায়ী মোহাম্মদ শামীম মিয়ার দোকানের সামনে অটোরিকশা নিয়ে পৌঁছালে অটোরিকশার পিছনের চাকা পাঞ্চার হয়ে যায়। তখন দোকানের সামনে রেখে পিছনের চাকা খোলার চেষ্টা করেন চালক মোঃ শামীম মিয়া, এ সময় হার্ডওয়ার ব্যবসায়ী মোহাম্মদ শামীম মিয়া অটোরিকশা নিয়ে দোকানের সামনে থেকে চলে যেতে বলে। এসময় চাকা পাঞ্চার হওয়ার কথা বললে চালকের উপর আরও ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে দোকানে অজ্ঞাতনামা ২/৩ জন কর্মচারীকে নিয়ে চালক মোঃ শামীমকে টানা হেছড়া করে দোকানের ভিতরে নিয়া এলোপাথারীভাবে কিল ঘুষি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। মারধরের পর চালক হোসেনপুর থানায় অভিযোগ দিলে তাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন, যার কারণে চালক নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে অভিযুক্ত হার্ডওয়ার ব্যবসায়ী মোহাম্মদ শামীম মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো মিথ্যা ও ভিত্তিহীন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



