ছবি-যুগের চিন্তা
রাঙ্গামাটি শহরে ট্রাক টার্মিনাল এলাকায় সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় খোরশেদ আলম জনি (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওইদিন সকালে জনি তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বনরূপা থেকে তবলছড়ি যাওয়ার পথে ওভারটেকিং করতে গিয়ে ট্রাক-অটোরিকশার চাপে পরে ঘটনাস্থলে গুরুত্ব
আহত হয়েছে। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম একটি হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত জনি তবলছড়ি এলাকার ব্যবসায়ী জহির সওদাগের ছেলে। রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেদ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



