ছবি : সংগৃহীত
কোম্পানিগঞ্জের সাদা পাথরের পর এবার গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্র জাফলং জিরো পয়েন্ট থেকে লুট হওয়া পাথর ফেরত পাঠানোর জরুরি নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
রোববার (২৪ আগস্ট) এ সংক্রান্ত বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জাফলং এলাকায় সর্বসাধারণের অবগতির জন্য মাইকিং করে প্রচার চালানো হয়েছে। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা জরুরি নির্দেশনা জারির বিষয়টি নিশ্চিত করেন।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৬ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টার মধ্যে ক্রাশিং মিল, বসত বাড়ি কিংবা অন্য কোনো স্থানে জাফলং জিরো পয়েন্ট থেকে লুট করে নিয়ে যাওয়া অবৈধভাবে সংরক্ষিত সব পাথর নিজ উদ্যোগে বালুঘাট মসজিদের নিচে নদীর পাড়ে ফেরত পাঠাতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে উক্ত পাথর ফেরত না দিলে অবৈধভাবে পাথর ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী সর্বসাধারণকে প্রশাসনের জরুরি নির্দেশনা মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে লুট হওয়া পাথর ফেরত দেয়ার আহ্বানও জানান।



