Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের উদ্বোধন

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০২:২৩ পিএম

গাজীপুরে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের উদ্বোধন

ছবি : সংগৃহীত

গাজীপুরের ভোগড়ায় ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার অংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান। রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় তিনি এ উদ্বোধন করেন।

এর মধ্য দিয়ে এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো। নতুন এই সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে কোনো ইউটার্ন রাখা হয়নি। যানবাহনের ধরণ অনুযায়ী টোল আদায় করা হবে।

৪৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয় ২০২২ সালের মে মাসে। ভোগড়া বাইপাস থেকে মদনপুর পর্যন্ত বিস্তৃত এ প্রকল্পের এখন পর্যন্ত প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী পুরো এক্সপ্রেসওয়ের কাজ শেষ করে ২০২৬ সালের জুনে হস্তান্তরের লক্ষ্য রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন