বাগদা চিংড়ি উৎপাদনে অবদান রাখায় স্বর্ণপদক লাভ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৬:৪৩ পিএম
ছবি-সংগৃহীত
'জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫'-এ চিংড়ি (বাগদা) উৎপাদন ও দেশের অর্থনীতিতে অবদান এবং কর্মসংস্থান সৃষ্টি করায় স্বর্ণপদক পেয়েছেন খুলনার পাইকগাছার গোলাম কিবরিয়া রিপন। তিনি রয়্যাল ফিস ক্যালচার ও রয়্যাল ফিস ট্রেডিং নামের দুটি প্রতিষ্ঠানের মালিক। গোলাম কিবরিয়া রিপন একজন সমাজসেবক ও তরুণ উদ্যোক্তা।
তার এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের মৎস্য খাতকে আরও উজ্জীবিত করবে। তার নিষ্ঠা, পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তা দেখিয়ে দিয়েছে, তরুণরাই পারে কৃষি ও মৎস্যকে আধুনিকতার ছোঁয়ায় কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে।
অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে সম্মাননা পাওয়াটা ছিল পাইকগাছা মানুষের জন্য সম্মানের। উদ্যোক্তা রিপন শুধু চিংড়ি উৎপাদন করেননি। বরং একটি টেকসই ও রপ্তানিমুখী মডেল তৈরি করেছেন। অন্যদের জন্য যা পথপ্রদর্শক।
উল্লেখ্য, গত সোমবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছ থেকে তিনি পদক গ্রহণ করেন।
এদিকে তিনি জাতীয় স্বর্ণপদক পাওয়ায় বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছেন পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।



