ছবি-যুগের চিন্তা
বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নাশকতা মামলার আসামি সাবেক ছাত্রলীগ নেতা রেজবানুল হক রাজুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে সদর ও কাহালু এলাকায় পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বগুড়া শহরের নাটাইপাড়া ঈদগাহ মাঠ এলাকার মামুন শেখ (২৫) ও নোমান ইবনে সাইদ (২৬) এবং কাহালু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজবানুল হক রাজু (২৯)। রাজু কাহালু পৌরসভার সারাই মহল্লার বাসিন্দা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে এ তিনজন পলাতক ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নাশকতা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।



