সলংগায় হিরোইনসহ নারী মাদক কারবারি আটক
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৬:১০ পিএম
ছবি-যুগের চিন্তা
সিরাজগঞ্জের সলংগায় ১০৫ গ্রাম হিরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২,র সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
শনিবার (২৩ আগস্ট) সকালে সিরাজগঞ্জ র্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সিরাজগঞ্জ র্যাব-১২ এর সদর কোম্পানি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুকবার (২২ আগস্ট) রাত ২ টা ১০ মিনিটে “সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে নুর জাহান হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৫ গ্রাম হিরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হিরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং নগদ ৭০০/- টাকা জব্দ করা হয়। তার নাম রেকশোনা বেগম (৩২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য হিরোইন বাসে বহন করে নিজ হেফাজতে রেখে ময়মনসিংহ জেলা ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।



