Logo
Logo
×

সারাদেশ

হালদায় ইঞ্জিনচালিত বোট ও অবৈধ বালু পরিবহনে জরিমানা

Icon

হাটহাজারী (চট্টগ্রাম), প্রতিনিধি :

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৫:৩৪ পিএম

হালদায় ইঞ্জিনচালিত বোট ও অবৈধ বালু পরিবহনে জরিমানা

ছবি-যুগের চিন্তা

চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদীতে ইঞ্জিন চালিত বোট ও অননুমোদিত বালু পরিবহনের দায়ে একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ আগস্ট) রামদাস হাট, মুন্সীর ঘাট ও মদুনাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

সূত্রে জানা যায়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অমান্য করে হালদা নদীতে ইঞ্জিনচালিত বোট চালানো ও বালু পরিবহনের অপরাধে মো. বাবলু নামে একজনকে অভিযুক্ত করা হয়। এসময় আদালত তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শওকত আলী উপস্থিত ছিলেন। এছাড়া নৌ পুলিশের এএসআই রমজান আলী এবং হালদা পাহারাদার আলমগীর, আদিল ও আয়ুব সহযোগিতা করেন।

হালদা নদীকে রক্ষা করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন