Logo
Logo
×

সারাদেশ

হোমনায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

Icon

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি :

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০২:৫৬ পিএম

হোমনায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

কুমিল্লার হোমনা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই যুবকের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা কুপিয়ে মাথায় গুরুতর জখম ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এঘটনায় ভুক্তভোগী অদুদ মিয়া বাদী হয়ে  ৫ জনের নাম সহ অজ্ঞাতনামা ২-৩ কে উল্লেখ করে আসামী করে অভিযোগ দায়ের করেন।

বুধবার (২০ আগস্ট) আনুমানিক রাত ১০ টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের বাহেরকালমিনা গ্রামে খবির মিয়ার দোকানের সামনে এঘটনা ঘটে। আহত দুজন হলো জয়নগর গ্রামের মৃত আব্দুল গফুর এর ছেলে অদুদ মিয়া (৪৫) ও একই গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে এমদাদুল হক, বর্তমানে তারা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী অদুদ মিয়া বলেন, ‘আক্তার মাদক সেবীদের লালন পালন করে। কিছুদিন আগে একটা মেয়ে কে ব্ল্যাকমেইল করে টাকা পয়সা ও নেয় এই আক্তার, এবিষয়ে থানায় জিডিও করা আছে। আওয়ামী লীগের দোসর, সে এখনও প্রভাব বিস্তার করে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করে। প্রশাসনের কাছে বিচার চাই।’

ভুক্তভোগী এমদাদুল হক বলেন, হোমনা থেকে বাড়ি যাওয়ার পথে বাহের কালমিনা রাস্তায় ৫/৬ জন নিয়া ঘুরাঘুরি করে তখন আমাদের দেখে আটকিয়ে আমাদের ২ জন কে মাথা ফাটায়। আক্তার তার ভাই বাতিজা ঢাকা থেকে আনছে। পূর্বেও কিছু হামলা করছে আমরা ছুড়ি উদ্ধার করছি। প্রশাসনের কাছে আমি সুষ্ঠু বিচার চাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুলালপুর ইউনিয়নের জয়নগর গ্রামের ইউনুস মিয়ার সাথে একই গ্রামের আক্তার হোসেনের  দীর্ঘদিন বিরোধ চলছিল। এর জেরে ২০ আগস্ট বুধবার রাত ১০ টার দিকে  হোমনা থেকে বাড়ি ফেরার পথে অদুদ ও আক্তার হোসেনের মধ্যে ঝগড়া হয়। এতে অদুদ মিয়া ও এমদাদুল হকের মাথায় গুরুতর জখম হয়। তারাও দুর্বৃত্তদের কিল ঘুষি দিয়েছে তবে অস্ত্র না থাকায় তারা মোকাবিলা করতে পারে নি।

এই অভিযোগের তদন্ত কর্মকর্তা ইহসানুল হাসান জানান, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি আমি তদন্ত করতেছি,সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত আক্তার হোসেন বলেন, ‘২০ আগস্ট আমি হোমনা থেকে বাড়ি যাওয়ার পথে তারা আমাকে আটকিয়ে লাঠি দিয়ে পিটায়, আমার লোকজন খবর পেয়ে আসতে লেট করে। তাদের লোকজনের লাঠির আঘাত তাদের মাথায় লেগে জঘম হয়। নারীরদের ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি এবিষয়ে কিছু জানি না, আমার বিরুদ্ধে স্বরযন্ত্র। ড্রেজার ব্যবসা নিয়েও তাদের সাথে মনোমালিন্য হয়।’

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি  তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন