চকরিয়া থানা হাজতে অফিস সহকারীর রহস্যজনক মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০২:৫৮ পিএম
দুর্জয় চৌধুরী
কক্সবাজারের চকরিয়া থানার হাজতে দুর্জয় চৌধুরী (২৭) নামের অফিস সহকারীর মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বললেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবির কারণে জনমনে সন্দেহ তৈরি হয়েছে।
পুলিশের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টার মধ্যে দুর্জয় নিজের শার্ট গলায় পেঁচিয়ে হাজতের দরজার গ্রিলে ঝুলে আত্মহত্যা করেন। শুক্রবার (২২ আগস্ট) সকালে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ভরামুহুরী হিন্দুপাড়ার কমল চৌধুরীর ছেলে। তিনি দুর্জয় চৌধুরী চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন। তার বিরুদ্ধে ২ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এজাহার দাখিল করা হয়েছিল।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মৃত্যুর রহস্য উদঘাটনে জেলা পুলিশ সুপারের অনুমতি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে পুলিশের কারও গাফিলতি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, রাতে আমরা অভিযানে ছিলাম। সকালে হাজত থেকে দুর্জয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসলে প্রকৃত কারণ জানা যাবে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



