Logo
Logo
×

সারাদেশ

মেহেরপুর সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১০:৩৫ এএম

মেহেরপুর সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ছবি : সংগৃহীত

মেহেরপুরের কুতুবপুর সীমান্ত থেকে ইকবাল হোসেন (৩৮) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সীমান্তের কুতুবপুর মাঠে ঘাস কাটার সময় ভারতের ৫৬ ব্যাটালিয়নের তেইনপুর ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

ইকবাল হোসেন মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর গ্রামের বাসিন্দা এবং জারাবাত হোসেনের ছেলে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মোর্শেদ রহমান জানান, ইকবালকে ১৩২/১৫-আর সীমান্ত পিলারের কাছে আটক করে বিএসএফ। বর্তমানে তিনি বিএসএফের হাতিশালা ক্যাম্পে সুস্থ অবস্থায় আছেন।

তিনি আরও জানান, আটককৃতকে ফেরত আনার বিষয়ে বিজিবির কাথুলী কোম্পানি কমান্ডার ভারতীয় রাউথবাড়ী কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেছেন। বিএসএফ জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হবে। বর্তমানে ফেরত আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন