Logo
Logo
×

সারাদেশ

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় রূপগঞ্জে তিতাস কর্মকর্তার উপর হামলা

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০১:৩৫ পিএম

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় রূপগঞ্জে তিতাস কর্মকর্তার উপর হামলা

ছবি : রূপগঞ্জে তিতাস কর্মকর্তার উপর হামলা

অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাস গ্যাস রূপশী অফিসের পিএলসির উপ-সহকারী প্রকৌ. দ্বীন ইসলামের উপর অতর্কিত হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার মালামাল লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিতাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২১-আগষ্ট) সকালে উপজেলার ভূলতা ইউনিয়নের সোনাব এলাকায় এ হামলা ও লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রকৌ. দ্বীন ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

প্রকৌ. দ্বীন ইসলাম বলেন, আমাদের নিয়মিত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করার সময় সোনাবো এলাকার জঙ্গু মিয়ার ছেলে হাবিবুল্লার অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করলে হাবিবুল্লাহ্ ও তার সহযোগী গোলাকান্দাইল নতুনবাজার এলাকার মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে রাসেল মিয়াসহ অজ্ঞাত ২০/২৫ জন মিলে তাকে এলোপাতাড়ি হামলা করে গুরুতর জখম করে। পরে তাকে বাচাতে বিচ্ছিন্ন টিমের অন্য সদস্যরা এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে আহত করে। একপর্যায়ে হামলাকারীরা তিতাস গ্যাস কর্মকর্তা দ্বীন ইসলামের আইডিকার্ড, সংযোগ বিচ্ছিন্নের ওয়েল্ডিং মেশিন, ওয়েল্ডিং ক্যাবল, লোহার পাইপ, রাইজারের মালামাল লুট করে নিয়ে নেয়। পরে ৯৯৯ ফোন করলে ভুলতা পুলিশ ফাড়ীর সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, থানায় এ ধরনের একটি অভিযোগ পেয়েছি তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন